স্বচ্ছতা বলতে কী বোঝায়?

সাধারণত স্বচ্ছতা বলতে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের আইনসম্মত নিয়মতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করাকে বোঝায়। কেবল তাই নয়, এ দিয়ে এটিও বোঝানো হয় যে, আইনসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত তথ্যপ্রবাহ অবাধ থাকবে। তথ্য জানার অধিকার সর্বদা উন্মুক্ত রাখতে হবে। অর্থাৎ তথ্যপ্রবাহ যাতে সব স্তরের জনগণের জন্য সহজসাধ্য হয়।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment