পৌরনীতি ও সুশাসন পরিচিতি | পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র

পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র


১। সুশাসন কী?

উত্তরঃ সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসনকার্য পরিচালনায় হলো সুশাসন।

২। 'Civitas' শব্দের অর্থ কী?

উত্তরঃ 'Civitas' শব্দের অর্থ 'নগররাষ্ট্র'।

৩। 'পুর' শব্দের অর্থ হলো নগর।

উত্তরঃ 'পুর শব্দের অর্থ হলো নগর।

৪। নগর রাষ্ট্র কী?

উত্তরঃ প্রাচীন গ্রিসের এক একটি নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি রাষ্ট্রই নগররাষ্ট্র।

৫। সুশাসন শব্দটি কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম ব্যবহার করে?

উত্তরঃ সুশাসন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে বিশ্বব্যাংক।

৬। মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব - উক্তিটি কার?

উত্তরঃ মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব - উক্তিটি বিখ্যাত দার্শনিক এরিস্টটলের।

৭। পৌরনীতি কী?

উত্তরঃ যে শাস্ত্র নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে তাই পৌরনীতি।

৮। জবাবদিহিতা কী?

উত্তরঃ জবাবদিহিতা হচ্ছে সম্পাদিত কর্ম সম্পর্কে একজন ব্যক্তির ব্যাখ্যাদানের বাধ্যবাধকতা।

৯। রাষ্ট্র কী?

উত্তরঃ মানুষের সমাজবদ্ধ জীবনের চরম অভিব্যক্তি হলো রাষ্ট্র।

১০। স্বচ্ছতা কী?

উত্তরঃ যখন কোনো আইন এবং নীতি মেনে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়ন করা হয় তখন তাকে স্বচ্ছতা বলে।

১১। পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান?

উত্তরঃ পৌরনীতি নাগরিকতাবিষয়ক সামাজিক বিজ্ঞান।

১২। পৌরনীতি সম্পর্কে ই.এম. হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি লেখ।

উত্তরঃ পৌরনীতি সম্পর্কে ই.এম. হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি হলো, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি।

১৩। সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কী?

উত্তরঃ সিভিস শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগররাষ্ট্র।

১৪। নাগরিকতা কী?

উত্তরঃ নাগরিক হিসেবে ব্যক্তির পদমর্যাদাই হচ্ছে নাগরিকতা।

১৫। 'Civics' শব্দের অর্থ কী?

উত্তরঃ 'Civics' শব্দের অর্থ পৌরনীতি।

১৬। পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তরঃ পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ হলো Civics.

১৭। পৌরনীতির সংজ্ঞা দাও।

উত্তরঃ নাগরিকের অধিকার ও কর্তব্যসহ সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে।

১৮। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ লেখ।

উত্তরঃ সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো Good Governance.

১৯। আমলাতন্ত্র কী?

উত্তরঃ আমলাতন্ত্র হলো স্থায়ী, দক্ষ, রাজনীতি নিরপেক্ষ, সরকারি চাকরিজীবী শ্রেণি যারা সরকারের নীতি বাস্তবায়ন ও প্রয়োগ করে থাকেন।

২০। প্রাচীন গ্রিসের রাষ্ট্রগুলো কী ধরনের রাষ্ট্র ছিল?

উত্তরঃ প্রাচীন গ্রিসের রাষ্ট্রগুলো ছিল নগররাষ্ট্র।

২১। POLIS কথাটির অর্থ কী?

উত্তরঃ POLIS কথাটির অর্থ 'নগররাষ্ট্র'।

২২। ই.এম. হোয়াইট কে? 

উত্তরঃ ই.এম. হোয়াইট একজন রাষ্ট্রবিজ্ঞানী।

২৩। রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাসের আলোচনা নিষ্ফল এবং ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন - কথাটির কার?

উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাসের আলোচনা নিষ্ফল এবং ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন। উক্তিটি অধ্যাপক জন সিলির।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment