সুশৃঙ্খল সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গঠনে সাহায্য করে বলেই মানুষ আইন মেনে চলে। জন অষ্টিনের মতে, "লোকে আইন মেনে চলে, কেননা তা রাষ্ট্র কর্তৃক সমর্থিত ও প্রযুক্ত। আইন ভঙ্গ করলে অভিযুক্ত ব্যক্তিকে শান্তি পেতে হয়।" জ্যাঁ জ্যাঁক রুশো, টি.এইচ. গ্রিন প্রমুখ লেখক মনে করেন, কতকগুলো সুস্পষ্ট যুক্তির কারণেই মানুষ আইন মেনে চলে। আইন ব্যক্তিস্বাধীনতা রক্ষা করে এবং এর পিছনে জনমতের সমর্থন রয়েছে বলে মানুষ আইন মেনে চলে।
Post a Comment
Post a Comment