গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা কোনটি?

গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা হলো একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র হচ্ছে এমন এক শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা একনায়কের হাতে কুক্ষিগত থাকে। এতে একটিমাত্র রাজনৈতিক দল থাকে। এ দলের নেতাই সরকার প্রধান। একনায়কের ইচ্ছা অনুযায়ী আইনপ্রণয়ন ও বিচারকাজ সম্পন্ন করা হয়। একজাতি, একদেশ, একনেতা, একনায়কতন্ত্রের আদর্শ। এতে মনে করা হয় সবকিছু রাষ্ট্রের জন্য এর বাইরে বা বিরুদ্ধে কিছু নয়।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment