দূষিত জলের লক্ষণ কী বা দূষিত জল চেনার উপায় কী?

দূষিত জলে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। জলের মধ্যে নানা ধরনের রং দেখা যায়। জল ঘোলাটে হয়। জরে দুর্গন্ধ তৈরি হয়। জলের স্বাদ বদলে যায়। যেমন: অতিশয় দূষিত জলের রং লাল, মোটামুটি দূষিত জলের রং সবুজ ইত্যাদি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে, জৈব অ্যামাইন (organic amines) - যুক্ত জলে আঁশটে গন্ধ (fishy odor), হিউমাস (humus) যুক্ত জলে মাটির সোঁদাগন্ধ (earthy odour) এবং হাইড্রোজেন সালফাইড ও ফসফরাস-যুক্ত জলে পচা গন্ধ বা পচা ডিমের গন্ধ (rotten egg or putrid smell) পাওয়া যায়।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment