জলদূষক হিসেবে শিল্পজাত আবর্জনা বা বর্জ্য পদার্থের ভূমিকা কী?

খাদ্য প্রক্রিয়াকরণ, নরম পানীয়, বস্ত্র বয়ন, চর্ম, রাসায়নিক উৎপাদন, সার উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন প্রভৃতি নানা জাতের শিল্প জলদূষণ করে।

কলকারখানার ধরন অনুসারে শিল্পজাত দূষক ও আবর্জনাগুলির রাসায়নিক ও ভৌত চরিত্র বদলে যায়। তবে অধিকাংশ ক্ষেত্রে তামা, সিসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, দস্তা প্রভৃতি ধাতু; জৈব এবং অজৈব সালফার যৌগ; ফসফরাস ও ফ্লুরিন (fluorine) জাতীয় রাসায়নিক পদার্থ কলকারখানা থেকে নিঃসৃত হয়ে জলকে দূষিত করে তোলে।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment