দূষিত জলে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। জলের মধ্যে নানা ধরনের রং দেখা যায়। জল ঘোলাটে হয়। জলে দুর্গন্ধ তৈরি হয়। জলের স্বাদ বদলে যায়। যেমন: অতিশয় দূষিত জলের রং লাল, মোটামুটি দূষিত জলের রং সবুজ ইত্যাদি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে, জৈব অ্যামাইনো (organic amines) - যুক্ত জলে আঁশটে গন্ধ (fishy odour), হিউমাস (humus) যুক্ত জলে মাটির সোঁদাগন্ধ (earthy odour) এবং হাইড্রোজেন সালফাইড ও ফসফরাসযুক্ত জলে পচা গন্ধ বা পচা ডিমের গন্ধ (rotten egg or putrid smell) পাওয়া যায়।
Post a Comment
Post a Comment