জীবদেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকান্ড সুষ্ঠুভাবে রয়েছে। একে উদ্ভিদে সমন্বয় বলা হয়।
একটি উদ্ভিদের জীবনকালে সময়ের সাথে সামঞ্জস্য রেখে জীবন চক্রের পর্যায়গুলো যেমন - অঙ্কুরোদগম, বৃদ্ধি ও বিকাশ, পুষ্পায়ন, ফল সৃষ্টি, বার্ধক্যপ্রাপ্তি, সুপ্তাবস্থা, চলন ইত্যাদি একটি নিয়মে আবর্তিত হয়। পর্যায়গুলোতে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবকগুলোর প্রভাব লক্ষ করা যায়।
প্রকৃতপক্ষে উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ স্বতন্ত্র, জটিল ও চলমান হলেও অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনে চলে। এদের একটি কাজ অপর কোন কাজকে বাঁধা প্রদান করে না।