ভারতের বৃহত্তম হ্রদ কোনটি?

ভারতের বৃহত্তম হ্রদ হলো কেরালার ভেম্বানাদ হ্রদই (Vembanad Lake), যা প্রায় প্রায় ২০০০ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে।

ভারতের দ্বিতীয় বৃহত্তম হ্রদ কোনটি?

ওড়িশার চিলিকা হ্রদ ভারতের দ্বিতীয় বৃহত্তম হ্রদ এবং এটি ১১৬৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে একটি উপকূলীয় উপহ্রদ। চিলিকা হ্রদ একটি অত্যন্ত বিশেষ বাস্তুতন্ত্র যেখানে অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment