জ্যামিতিতে কোনো জ্যামিতিক চিত্র বা ঘনবস্তুর যে বাহু বা তলের ওপর চিত্রটি দণ্ডায়মান থাকে বলে মনে করা হয়, তাকে ভূমি বলে। সাধারণত কোনো ত্রিভুজ, চতুর্ভুজ বা বহুভুজের নিচের দিকের বাহুটিকে ভূমি হিসেবে ধরা হয়, যা ক্ষেত্রফল বা আয়তন নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সাধারণ সূত্র হলো ১\২X(ভূমি Xউচ্চতা)।
তবে মনে রাখা প্রয়োজন যে, ভূমির অবস্থান সবসময় নিচেই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই; গাণিতিক সুবিধার জন্য চিত্রের যেকোনো বাহুকেই ভূমি হিসেবে বিবেচনা করা যেতে পারে এবং সেই ভূমির ওপর অঙ্কিত লম্বকে উচ্চতা হিসেবে ধরা হয়।
Post a Comment
Post a Comment