সাধারণত পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় নেয়। কিন্তু আমাদের ক্যালেন্ডারে এক বছর ধরা হয় ৩৬৫ দিনে। এই যে প্রতি বছর প্রায় ৬ ঘণ্টা সময় কম হিসাব করা হয়, সেই ঘাটতি পূরণ করার জন্য প্রতি চার বছর অন্তর ক্যালেন্ডারে একটি অতিরিক্ত দিন যোগ করা হয়। এই বাড়তি দিনটি ফেব্রুয়ারি মাসের সাথে যুক্ত হয়ে মাসটিকে ২৯ দিনের করে এবং পুরো বছরটি হয় ৩৬৬ দিনের। ৩৬৬ দিনের এই বিশেষ বছরকেই বাংলায় অধিবর্ষ বা ইংরেজিতে লিপিয়ার (Leap Year) বলা হয়। সাধারণত কোনো সালকে ৪ দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে, তবে সেটি লিপিয়ার; তবে শতাব্দী বছরগুলোর (যেমন ১৯০০, ২১০০) ক্ষেত্রে সেটি ৪০০ দিয়ে বিভাজ্য হলেই কেবল লিপিয়ার হিসেবে গণ্য হয়। এই প্রক্রিয়ার ফলেই ঋতুচক্রের সাথে আমাদের ক্যালেন্ডারের সঠিক সামঞ্জস্য বজায় থাকে।
Post a Comment
Post a Comment