পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিড জমা হলে পেটে তখন এসিডিটির সৃষ্টি
হয়।
![]() |
পেটে গ্যাস |
এসিডিটির সমস্যা থেকে মু্ক্তি লাভের জন্য তখন এন্টাসিড খাওয়া হয়। কারণ
এন্টাসিডে থাকে ক্ষারীয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগেনেসিয়াম
হাইড্রোক্সাইড যা পাকস্থলীর এসিডকে প্রশমিত করে এসিডিটির সমস্যা থেকে মুক্তি
দেয়।