প্রকৃত কোষ কী?

যে কোষে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান থাকে তাকেই প্রকৃত কোষ বলে। যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিও বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকে তাকে প্রকৃত কোষ বলে। প্রকৃত কোষ দুই প্রকার। যথাঃ দেহকোষ এবং জনন কোষ। এসব কোষে রাইবোজোমসহহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়।

প্রকৃত কোষ
Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment