প্রক্ষেপক বা প্রাস কি? প্রাস কাকে বলে? প্রাসের গতির বৈশিষ্ট্য

প্রক্ষেপক বা প্রাস কি?

কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে কোনো স্থানে নিক্ষেপ করা হলে তাকে প্রক্ষেপক বা প্রাস বলে।

প্রাস কি বা প্রাস কাকে বলে

প্রাস কাকে বলে?

অভিকর্ষের প্রভাবে শূন্য স্থানে ভূমির সাথে তীর্যকভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুকে প্রক্ষিপ্ত বস্তু বা প্রাস বলে।

কোনো একটি বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে। আর এই ধরনের গতিকে প্রাসের গতি বলে।

প্রাসের গতিপথ একটি প্যারাবোলা বা পরাবৃত্ত।

আরো তথ্য

  • দৈনন্দিন জীবনে প্রায় প্রতিদিনই আমরা প্রাসের গতি দেখতে পাই। বন্দুকের গুলি ছোঁড়ায় যে গতির সৃষ্টি হয় তা হচ্ছে প্রাসের গতি। কামানের গোলা কোন কোণে কতো বেগে ছুড়তে হবে এবং তা কোথায় গিয়ে পড়বে তা প্রাসের সাহায্যে খুব সহজে নির্ণয় করা যায়।
  • ৯০ ডিগ্রি ব্যতিত যেকোনো কোণে নিক্ষিপ্ত বস্তু প্রাসের গতি সৃষ্টি করে।
  • ক্রিকেট খেলায় আমরা ব্যাটসম্যানকে ছক্কা মারতে দেখি, তখন আনুভূমিকভাবে বল বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে। এই গতিই হচ্ছে প্রাসের গতি।

প্রাসের গতির বৈশিষ্ট্য

প্রাসের গতির বৈশিষ্ট্যসমূহ হলোঃ

১) এটি উলম্ব তলে সীমাবদ্ধ

২) দ্বিমাত্রিক গতি

৩) বক্রগতি

৪) সমত্বরণ বিশিষ্ট

৫) গতিপথ পরাবৃত্তাকার।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment