কোনো স্থানে নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, ঐ পরিমাণ বাষ্প বায়ুতে উপস্থিত থেকে যে চাপ দেয়, তা-ই হলো সম্পৃক্ত বাষ্পচাপ (Saturated Vapour Pressure)।
নির্দিষ্ট তাপমাত্রায় একটি আবদ্ধ স্থানের বাষ্প ধারণ করার ক্ষমতা নির্দিষ্ট এবং একটি সর্বোচ্চ সীমা আছে। যখন কোন আবদ্ধ স্থান একটি নির্দিষ্ট তাপমাত্রায় আর অতিরিক্ত বাষ্প ধারণ করতে পারে না, তখন ঐ স্থানকে বাষ্প দ্বারা সম্পৃক্ত বলা হয়। সম্পৃক্ত বাষ্প দ্বারা সৃষ্ট চাপকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলে।
Post a Comment
Post a Comment