মাহে রমজান
_____সাজিদুর রহমান
.
আসলো আবার রোজা
তাইতো আমার নতুন করে
সোজা পথটি খোঁজা।
.
রমজানের এই মাসে
অতীত দিনের গোনাহ যতো
আমার চোখে ভাসে।
.
চাইবো আমি ক্ষমা
আমল নামায় যতো গোনাহ
লেখা আছে জমা।
.
শপথ নিলাম আজ
মন্দ যতো ছেড়ে দিয়ে
করবো ভালো কাজ।
.
সেহরি খাবো ভোরে
নামাজ থেকে অলসতায়
থাকবোনা আর দূরে।
.
আজ করেছি পণ
ইবাদতে এখন আমি
আবার দেবো মন।
.
করবোনা ভুল কভু
আমার মনের ছোট্ট আশা
কবুল করো প্রভু।
Post a Comment
Post a Comment