ব্যারোমিটার আবিষ্কারের ইতিহাস

গ্যালিলিও-র শিষ্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন ইভানজেলিস্টা টরিসেলি (১৬০৮-১৬৪৭)। উত্তর ইতালির ফায়েনজাতে তার জন্ম। প্রাথমিক শিক্ষা নিজের শহরেই জেস্যুইট স্কুলে। পরে বিজ্ঞান শিক্ষা স্যাপিয়েনজা কলেজ। সেখান থেকে ১৬৪১ সালে টরিসেলি গেলেন ফ্লোরেন্সে। সেখানে কাজ নিলেও গ্যালিলিও-র সেক্রেটারি এবং সহকারী হিসেবে। গ্যালিলিও তখন জীবনের শেষ প্রান্তে প্রায় অন্ধ হয়ে গেছেন। গ্যালিলিওর শেষ দিন পর্যন্ত টরিসেলি তাঁর সঙ্গী ছিলেন।
ব্যারোমিটার আবিষ্কারের ইতিহাস
ব্যারোমিটার

গ্যালিলিওর মৃত্যুর পর তিনি টাস্কনির ডিউকের গাণিতিক নিযুক্ত হলেন এবং ফ্লোরেটাইন একাডেমীতে গণিতের অধ্যাপকও নিযুক্ত হলেন। ১৮৪৩ সালে তাঁর বাতাসের ওজন বা বায়ুচাপ পরিমাপের যন্ত্র ব্যারোমিটার আবিষ্কৃত হলো। আজও আবহাওয়াবিদেরা এই যন্ত্র ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকেন। বাতাসেরও যে ওজন আছে, এই ব্যারোমিটারই তা প্রথম প্রমাণ করলো। এর থেকে আরও জানা গেল যে, কোনো পাহাড়ের উপরের বায়ুচাপ নিচের বায়ুচাপের চেয়ে কম। অর্থাৎ উচ্চতার তারতম্যে বায়ুচাপের তারতম্য হয়। এর কারণ যত ওপরে যাওয়া যাবে বাতাসের ওজন তত কমে যায়, যত নিচে নামা যাবে বাতাসের ওজন তত বাড়ে।
Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment