![]() |
ব্যারোমিটার |
গ্যালিলিওর মৃত্যুর পর তিনি টাস্কনির ডিউকের গাণিতিক নিযুক্ত হলেন এবং ফ্লোরেটাইন একাডেমীতে গণিতের অধ্যাপকও নিযুক্ত হলেন। ১৮৪৩ সালে তাঁর বাতাসের ওজন বা বায়ুচাপ পরিমাপের যন্ত্র ব্যারোমিটার আবিষ্কৃত হলো। আজও আবহাওয়াবিদেরা এই যন্ত্র ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকেন। বাতাসেরও যে ওজন আছে, এই ব্যারোমিটারই তা প্রথম প্রমাণ করলো। এর থেকে আরও জানা গেল যে, কোনো পাহাড়ের উপরের বায়ুচাপ নিচের বায়ুচাপের চেয়ে কম। অর্থাৎ উচ্চতার তারতম্যে বায়ুচাপের তারতম্য হয়। এর কারণ যত ওপরে যাওয়া যাবে বাতাসের ওজন তত কমে যায়, যত নিচে নামা যাবে বাতাসের ওজন তত বাড়ে।
Post a Comment
Post a Comment