জীবদেহে গ্যাসীয় আদান-প্রদান ঘটে থাকে, যাকে বলা হয় গ্যাসীয় বিনিময়। সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে CO2 গ্রহণ করে এবং O2 ত্যাগ করে। এ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় CO2 গ্রহণ এবং O2 ত্যাগ এক ধরনের গ্যাসীয় বিনিময়। আবার উদ্ভিদ এবং প্রাণী শ্বসন প্রক্রিয়ার সময় O2 গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে যা প্রকৃতপক্ষে আরেক ধরনের গ্যাসীয় বিনিময়।
Post a Comment
Post a Comment