অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে?
  
যেসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে না এসে সরাসরি গ্রন্থি মধ্যস্থ কলারস বা রক্তে যুক্ত হয় তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বলে। যেমন - থাইরয়েড, পিটুইটারি ইত্যাদি।
নালীবিহীন যেসব গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে প্রেরিত হয় ঐ সব গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। যেমন - থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স, অ্যাডরেনাল গ্রন্থি, হাইপোহ্যালামাস গ্রন্থি ইত্যাদি।
অন্তঃক্ষরা গ্রন্থিতে কোন নালী থাকে না বিধায় এদের অনালী বা নালীবিহীন গ্রন্থিও বলা হয়।
  থাইরয়েড গ্রন্থি
  
|   | 
| থাইরয়েড গ্রন্থি | 
থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হলো:
| ক্ষরিত হরমোন | সংক্ষিপ্ত রূপ | উৎপত্তি স্থান | প্রভাব | 
| ট্রাই-আয়োডোথাইরিনন | T3 | থাইরয়েড এপিথেলিয়াল কোষ | থাইরয়েড হরমোনের থেকেও বেশি প্রভাব বিস্তারকারী। শরীরের অক্সিজেন ব্যয় করে,
        এভাবে শ্বসন হার (basal metabolic rate) বাড়ায়। RNA পলিমারেজ (I) এবং (II) উদ্দীপ্ত করে, এভাবে প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি করে। | 
| থাইরক্সিন | T4 | থাইরয়েড এপিথেলিয়াল কোষ | শরীরের অক্সিজেন ব্যয় করে, এভাবে শ্বসন হার বাড়ায়। RNA পলিমারেজ (I) এবং (II) উদ্দীপ্ত করে, এভাবে প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি করে। | 
| ক্যালসিটোসিন | - | প্যারাফলিকুলার কোষ | অস্টিওব্লাস্ট উদ্দীপ্ত করে, এভাবে হাড়ের গঠন বৃদ্ধি করে। হাড় থেকে Ca2+ মুক্ত হতে বাঁধা দেয়, এভাবে রক্তের Ca2+ পরিমাণ কমায়। | 
  পিটুইটারি গ্রন্থি
  
|   | 
| পিটুইটারি গ্রন্থি | 
পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন হরমোন ও তাদের কাজ
A.C.T.H. বা অ্যাডরিনো কর্টিকোট্রফিক হরমোন
ACTH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় । ACTH হরমোনের কাজ হল :
- অ্যাডরিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ।
- অ্যাডরিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে ।
- এই হরমোনের ক্ষরণ বেড়ে গেলে অ্যাডরিনাল কর্টেক্সের ক্ষরণ বেড়ে গিয়ে কুশিং বর্ণিত রোগ হয়।
G.H. বা গ্রোথ হরমোন বা বৃদ্ধি পোষক হরমোন
GH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় । GH হরমোনের কাজ হল :
- মানবদেহের তথা প্রাণীদেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায় ।
- অস্থি ও তরুনাস্থির দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায় ।
- শর্করা, প্রোটিন ও ফ্যাট বিপাকে সাহায্য করে ।
- এই হরমোনের কম ক্ষরণে বামনত্ব বা ডোয়ারফিজম এবং অধিক ক্ষরণে অতিকায়ত্ব বা জাইগ্যানটিজম বা অ্যাক্রোমেগালি রোগ হয় ।
T.S.H. বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন
    TSH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় । TSH হরমোনের কাজ হল :
    
  - থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে ।
- থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করা ।
- দেহের আয়োডিন বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করা ।
- এই হরমোনের কম ক্ষরণে থাইরয়েডের ক্ষরণ হ্রাস পায় এবং ক্ষরণ বেড়ে গেলে থাইরয়েড গ্রন্থির আকার বেড়ে যায় ।
G.T.H. বা গোনাডোট্রফিক হরমোন
    GTH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় । GTH হরমোনের কাজ হল :- গোনাডো বা
    জনন গ্রন্থির (শুক্রাশয় ও ডিম্বাশয়) বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে ।
    
  F.S.H. বা ফলিকল স্টিমুলেটিং হরমোন
    FSH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় । FSH হরমোনের কাজ হল :-
    স্ত্রীদেহে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির বৃদ্ধিতে এবং তা থেকে
    ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হতে সাহায্য করে ।
  
  I.C.S.H. ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন
    ICSH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় । ICSH হরমোনের কাজ হল :- পুরুষ
    দেহে শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষসমূহকে উদ্দীপিত করে টেস্টোস্টেরণ নামক
    হরমোন ক্ষরণে সাহায্য করে ।
    
  L.H. বা লিউটিনাইজিং হরমোন
LH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় । LH হরমোনের কাজ হল-
  
    স্ত্রীদেহে ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম বা পীত গ্রন্থি গঠনে এবং তা থেকে
    প্রজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে ।
    
  L.T.H. বা লিউটোট্রফিক হরমোন বা প্রোল্যাকটিন
LTH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় । LTH হরমোনের কাজ হল-
  
    মাতৃদেহে স্তনদুগ্ধ ক্ষরণে সহায়তা করে ।
    
  পিটুইটারি হরমোনের ব্যবহারিক প্রয়োগ
    পিটুইটারি নির্যাস ইনজেক্ট করে অর্থাৎ দেহে প্রবেশ করিয়ে দুগ্ধবতী গাভির দুধের
    উত্পাদন বাড়ানো হয় । মাছের কৃত্রিম প্রজননের সময় পিটুইটারি নির্যাস ইনজেকসন করা
    হয়, ফলে স্ত্রীমাছ সঙ্গে সঙ্গে ডিম পাড়ে এবং পুরুষ মাছ তাদের শুক্রাণু নিঃসরণ
    করে ।
    
      আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
      
    
      
        
    
      অ্যাডরেনাল গ্রন্থি
      
    
      
        
    অ্যাডরেনাল গ্রন্থি, এটি ত্রিভুজাকার আকৃতির, প্রতিটি কিডনির উপরে বসে থাকে।
    অ্যাডরেনাল গ্রন্থির দুটি অংশ রয়েছে এবং প্রতিটির আলাদা আলাদা কাজ রয়েছে।
  
  
      আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
      
    
    |   | 
| আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স | 
      অ্যাডরেনাল গ্রন্থি
      
    
    |   | 
| অ্যাডরেনাল গ্রন্থি | 
- বাইরের অংশটির নাম অ্যাডরেনাল কর্টেক্স
- অভ্যন্তরীণ অংশটির নাম অ্যাডরেনাল মেডুলা।
      হাইপোহ্যালামাস গ্রন্থি
      
    
    |   | 
| হাইপোথ্যালামাস গ্রন্থি | 
Post a Comment
Post a Comment