জিনতত্ত্ব বা জেনেটিক্স কাকে বলে?

জীববিজ্ঞানের যে শাখায় জীবজগতের সাদৃশ্য-বৈসাদৃশ্য, এর বংশানুক্রমিক বৈশিষ্ট্যের সঞ্চারণের প্রকৃতি ও কারণ এবং জেনেটিক বস্তু তথা জিনের রাসায়নিক গঠন, প্রকরণ, মিউটেশন, পরিবেশের সাথে জিনের পারস্পরিক ক্রিয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিভিন্ন বিষয় সম্বন্ধে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয় তাকে জিনতত্ত্ব বা জেনেটিক্স বলে। উইলিয়াম বেটসন ১৯০৬ খ্রিস্টাব্দে সর্বপ্রথম জেনেটিক্স (Genetics) শব্দটি ব্যবহার করেন।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment