আন্তর্জাতিক তারিখ রেখা কি?

আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরে প্রায় ১৮০° দ্রাঘিমা বরাবর উত্তর-দক্ষিণে বিস্তৃত একটি কাল্পনিক রেখা যার পূর্বে অবস্থিত স্থানের তারিখ পশ্চিমে অবস্থিত স্থানের চেয়ে এক দিন পিছিয়ে গণনা করা হয়। কোনো স্থলভাগে একই সাথে দুটো তারিখের অসুবিধা দূর করার জন্য একে বিভিন্ন জায়গায় প্রয়োজনানুসারে বাঁকিয়ে কেবলমাত্র সমু্দ্রের উপর দিয়ে নেয়া হয়েছে। পৃথিবী ২৪ ঘণ্টায় একবার নিজ অক্ষের উপর এক পাক অর্থাৎ ৩৬০° ঘুরে আসে। 

সুতরাং ১ ডিগ্রী ঘুরতে সময় লাগে ৪ মিনিট। এ হিসেবে ১৮০° পূর্ব এবং পশ্চিম দ্রাঘিমা যা আসলে একটিই রেখা তাদের মধ্যে সময়ের ব্যবধান পুরো ২৪ ঘণ্টা বা একদিন।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment