হাইড্রোজেন এর বর্ণালীতে একাধিক চিড় দেখা যায় কেন?

হাইড্রোজেন এর বর্ণালীতে একাধিক চিড় দেখা যায় কেন?

পরমাণুকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তবে তার দিককে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে। এই আবর্তনের সময় লব্ধি ভরবেগ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কতগুলো নির্দিষ্ট দিক বরাবর অবস্থান করতে পারে। নির্দিষ্ট দিক বরাবর অবস্থান করাকে কোয়ান্টায়ন বলে। এই কোয়ান্টায়ন বিজোড় সংখ্যায় হয়।

যেমন: 1, 3, 5, 7 ইত্যাদি। যেহেতু লব্ধি ভরবেগ একাধিক কোয়ান্টায়ন সৃষ্টি করে তাই ঐ পরমাণু (H) এ একাধিক সূক্ষ্ম চিড় সৃষ্টি হয়।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment