ওয়েব এনাবল ডেটাবেজ কাকে বলে?

যে ডেটাবেজে ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো ইন্টারঅ্যাকটিভ উপায়ে অ্যাকসেস, ক্যুয়েরি করা, অর্ডার প্রদান, রিপোর্ট ও ট্র্যাক করা যায় এবং রেকর্ডসমূহকে পরিবর্তন করা যায় তাকে ওয়েব এনাবল ডেটাবেজ বলে। 

অথবা,

যে ডেটাবেজ ইন্টারনেটের সুবিধাযুক্ত যেকোনো স্থান থেকে সাধারণ ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যেকোনো প্ল্যাটফরমে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকসেস করা যায় তাকে ওয়েব এনাবল ডেটাবেজ বলে।

ওয়েব এনাবল ডেটাবেজের মৌলিক উপাদানগুলো হলো - সার্বক্ষণিক ইন্টারনেট কানেকশন, একটি ওয়েব সার্ভার, একটি ফায়ারওয়াল, অ্যাকটিভ অ্যাপ্লিককেশনটি সরবরাহ করার জন্য ওয়েব পেইজ ও সফটওয়্যারসমূহ।

কার্যক্ষেত্রে ওয়েব এনাবল ডেটাবেজ তিনটি লেয়ারে কাজ করে থাকে। এগুলো হলো- প্রেজেন্টেশন লেয়ার, মিডেলওয়্যার লেয়ার ও ডেটাবেজ লেয়ার।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment