জলদূষক হিসেবে জনবসতি থেকে নির্গত ময়লা জল ও ডিটারজেন্ট এর ভূমিকা কী?

নর্দমা, আস্তাকুঁড়, ডাস্টবিন, খাটাল, খাটাপায়খানা, শ্মশান, ভাগাড়-ধোয়া দূষিত জলের একটা বড়ো অংশ নদী, জলাশয় ও ভৌমজলকে দূষিত করে।

সাবানের বিকল্প হিসেবে বর্তমানে ডিটারজেন্ট অত্যন্ত জনপ্রিয়। ABS নামে একটি রাসায়নিক পদার্থ (Alkyl Benzene Sulphonates), যা ডিটারজেন্টের অন্যতম প্রধান উপাদান, সেই রাসায়নিক দ্রব্যটি জলকে দূষিত করে।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment