ক্রোমাটোগ্রাফি বলতে কি বুঝ?
ক্রোমাটোগ্রাফি হলো এমন একটি পৃথকীকরণ পদ্ধতি যাতে একটি মিশ্রণের উপাদানসমূহকে গ্যাসীয় বা তরল (চলমান) দশা দ্বারা স্থির দশার ভেতর দিয়ে বিভিন্ন বেগে প্রবাহিত করে পৃথক করা হয়।
কোনো মিশ্রণের যে উপাদান যত বেশি পোলার হবে তা অধিশোষক দ্বারা তত বেশি অধিশোষিত হবে।
যে পদ্ধতির মাধ্যমে কোন মিশ্রণের উপাদান স্থির দশা এবং চলমান দশার মাধ্যমে পৃথক করা হয় তাকে ক্রোমাটোগ্রাফি বলে।
Post a Comment
Post a Comment