জাল টাকা শনাক্তকরণে UV ব্যবহার করা হয় কেন?

জাল টাকা শনাক্তকরণে UV ব্যবহার করা হয় কেন?

আসল নোট যে উপাদান দ্বারা তৈরি হয় জাল নোট সেই উপাদান দ্বারা তৈরি নয়। তাই আসল নোটে UV রশ্মি আপতিত হলে অণু উত্তেজিত হয়। উত্তেজিত অবস্থা থেকে পূর্বাবস্থায় ফিরে আসলে শোষিত শক্তি আলো হিসেবে বিকিরিত হয়। এই আলো দৃশ্যমান (390 - 780 nm) অঞ্চলের বলে আমরা দেখতে পাই। এটি অনুপ্রভা নামে পরিচিত। আসল নোট ও জাল নোটের UV শোষণ ও দৃশ্যমান বিকিরণ কোনোভাবে এক হয় না। 

এজন্য জাল টাকা শনাক্তকরণে UV ব্যবহৃত হয়।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment